Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd এপ্রিল ২০২৫

রাজস্ব বিভাগ

রাজস্ব বিভাগ: স্বনির্ভর নগর ব্যবস্থাপনার কেন্দ্রীয় স্তম্ভ

নগর ব্যবস্থাপনায় স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে রাজস্ব বিভাগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। নগরবাসীর সার্বিক সেবা ও নাগরিক সুবিধা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সরবরাহের প্রধান উৎসই হলো রাজস্ব আয়। এই বিভাগের সঠিক পরিচালনা নগর উন্নয়নের ধারাকে সচল রাখে এবং সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ভিত্তিকে শক্তিশালী করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ প্রধানত দুটি প্রধান উপ-বিভাগে বিভক্ত: রাজস্ব এবং ভূ-সম্পত্তি শাখা। এই দুটি শাখা পরস্পর সংযুক্ত হয়ে নগর অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করে।

রাজস্ব শাখা: রাজস্ব শাখা আবার দুইটি উপ-ধারায় বিভক্ত:

  • পৌরকর (Holding Section)
  • লাইসেন্স (License Section)

পৌরকর: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর বিভাগ ৮টি কর সার্কেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। এ শাখা মূলত হোল্ডিং ট্যাক্স মূল্যায়ন ও আদায়, যা নগরের বাসগৃহ ও ব্যবসায়িক স্থাপনার ওপর নির্ধারিত হারে আরোপিত কর। সরকার কর্তৃক নির্ধারিত কর তফশিলের আলোকে হোল্ডিং-এর মূল্যায়ন এবং কর নির্ধারণ করা হয়। বর্তমানে কর সংক্রান্ত কার্যক্রমকে আধুনিকায়নের অংশ হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করা হয়েছে, যার ফলে নাগরিকরা অনলাইনেই কর পরিশোধ করতে পারছেন।

লাইসেন্স: এই শাখা মূলত ট্রেড লাইসেন্স, বিভিন্ন বাণিজ্যিক লাইসেন্স ইস্যু করে থাকে। সকল প্রকার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক এবং এটি নিয়মিত নবায়ন করতে হয়। এই বিভাগ ব্যবসায়িক নিবন্ধন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজতর করতে রোজস্ব বিভাগ অনলাইন লাইসেন্স ব্যবস্থাপনা চালু করেছে।

ভূ-সম্পত্তি শাখা : চসিক’র স্থাবর ও অস্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও ইজারা প্রদান এই বিভাগের অন্যতম প্রধান কাজ। হাট-বাজার, ঘাট, মার্কেট, গণ শৌচাগার, পার্ক, নার্সারী ইত্যাদি ইজারা দিয়ে রাজস্ব আয় নিশ্চিত করা হয়। সরকার নির্ধারিত বিধিমালা অনুসারে সম্পত্তির ইজারা প্রদান ও চুক্তিপত্র নবায়ন করা হয় এবং চসিকের পৌরকর ও ট্রেড লাইসেন্স ব্যতীত বিকল্প আয়ের অন্যতম উৎস এই ইজারাকরণ প্রক্রিয়া।

এছাড়াও রাজস্ব  বিভাগ নগরের সকল ধরনের অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদান ও নবায়ন করে থাকে। এটিও রাজস্ব বিভাগের একটি আয়ের খাত এবং ইতোমধ্যে রাজস্ব বিভাগ অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনয়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ একটি স্বনির্ভর, আধুনিক এবং জবাবদিহিমূলক নগর অর্থনীতির ভিত্তি স্থাপন করেছে। কর আদায়, লাইসেন্স ইস্যু, এবং সম্পত্তি ইজারা ও ভাড়া প্রদানের মাধ্যমে চসিক নগরের উন্নয়ন কার্যক্রমের জন্য শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলছে। নাগরিক সেবার মান বৃদ্ধির পাশাপাশি আয় বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব বিভাগ কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলেছে। ভবিষ্যতে এই বিভাগের প্রযুক্তিনির্ভরতা আরও বৃদ্ধি পাবে এবং তা নগরবাসীর জীবনযাত্রা উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে।